’’ ছেলে হোক, মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্ট ’’  ।   ১৬৭৬৭ সুখী পরিবার কল সেন্টার।।‘‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’’

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সাধারণ তথ্য

 

এক নজরে  উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।

মোট ইউনিটঃ৭৬ টি।প্রতিটি ইউনিটে ১ জন পরিবার কল্যাণ সহকারী কাজ করে। ৪০জন পরিবার কল্যাণ সহকারী কর্মরত রয়েছে।বাড়ী পরিদর্শন করে সেবা প্রদান করেন।এফডব্লউএ শূন্য রয়েছে ৩৬ টি।  

 মোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ৮টি (গালা,ঘারিন্দা, ছিলিমপুর, পোড়াবাড়ি, দাইন্যা, বাঘিল, কাতুলী, সন্তোষ) ।আরডি এর সংখ্যা ৪ টি ( মগড়া, হুগড়া, কাকুয়া, করটিয়া)। এছাড়া পৌরসভায় অবস্থিত কাজিপুর, সদর হাসপাতাল, দিঘুলিয়ায় পরিবার পরিকল্পনা ক্লিনিক রয়েছে। নবসৃষ্ট কাতুলী ইউনিয়নে কেন্দ্র নেই। প্রতিটি কেন্দ্রে ১জন এসএসিএমও(উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার), ১ জন এফডব্লিউভি(পরিবার কল্যাণ পরিদর্শীকা) রয়েছে। এছাড়া  ৬ জন ফার্মাসিস্ট রয়েছে।এফডব্লিউভি শুন্য রয়েছে মগড়া, বাঘিল, কাকুয়া, কাতুলী ইউনিয়নে।

স্যাটেলাইট ক্লিনিকঃপ্রতি মাসে প্রতিটি ইউনিয়নে ৮ টি স্যাটেলাইট ক্লিনিক সংগঠিত হয়।

বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষাঃ প্রতি মাসে প্রতি ইউনিয়নে ৪ টি বিদ্যালয়ে ও কেন্দ্রে ৪ টি স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি পালিত হয়।

মোট সক্ষম দম্পতিঃ ১২১৪৭০।( মে,২০২১ খ্রিঃ)

মোট পদ্ধতি গ্রহণকারীঃ ৯৫২২৩ ( মে,২০২১ খ্রিঃ)

                    খাবারবড়িঃ ৩৯৬৫৩

                    কনডমঃ ১২৯৫৩

                    ইনজেকটেবলসঃ ১৯২৯৩

                    আইইউডিঃ ২৬১৫

                    ইমপ্লান্টঃ ৭৮৩২

                    স্থায়ী পদ্ধতি পুরুষঃ ২৯৮৭

স্থায়ী পদ্ধতি মহিলাঃ ৯৮৯০

অগ্রহণকারীঃ ২০৬৮৩

গর্ভবতীঃ ২৩২৭

  প্রতি মাসে ৬ টি  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি রবি ও মঙ্গলবার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থায়ী ও দীঘমেয়াদী   পদ্ধতি ক্যাম্প অনুষ্ঠিত হয়।