’’ ছেলে হোক, মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্ট ’’  ।   ১৬৭৬৭ সুখী পরিবার কল সেন্টার।।‘‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’’

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

বাংলাদেশ একটি জনবহুল দেশ। তন্মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা  ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রতি বর্গকিলোমিটারে ১,১২৫  জন বাস করে। ১টি পৌরসভা, ১২টি ইউনিয়ন ২৮৫ টি গ্রাম নিয়ে গঠিত টাঙ্গাইল সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের ১০৬ জন মাঠ ও ক্লিনিক কর্মী এবং ০৩ টি বেসরকারী সংস্থার  সমন্বয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০১২ এর আলোকে জনসংখ্যা নিয়ন্ত্রণ তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করে যাচ্ছে। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে এখন ০.৯০% হয়েছে যা জাতীয় পর্যায়ে ১.৩৭%(সূত্রঃ বিবিএস)। বর্তমানে টাঙ্গাইল জেলায় টিএফআর ১.৯% যা জাতীয় পর্যায়ে ২.২% (সূত্রঃ বিবিএস) এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৬২.৫%(সূত্রঃ বিবিএস) যা জাতীয় পর্যায়ে ৬২.৪%। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসে ৮ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা প্রসূতি সেবার ব্যবস্থা করা হয়েছে ফলে ২০২০-২১  বৎসরে  ৬১ জন মাকে নিরাপদ স্বাভাবিক প্রসব সেবা দেয়া হয়েছে।  ফলশ্রুতিতে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার  হ্রাস পেয়েছে এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারী অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়া টাঙ্গাইল সদর উপজেলায় মায়ের বুকের দুধপানকারী  শিশুর হার ৯৬.৬%(সূত্রঃ বিবিএস) এ উন্নীত হয়েছে।